আগামী ২০ শে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘এএফসি অ-১৭ নারী এশিয়ান কাপ’ এর দ্বিতীয় ভাগের বাছাইপর্ব। বাংলাদেশ দলও উক্ত টুর্ণামেন্টে অংশ নিবে। আসন্ন টুর্ণামেন্টকে সামনে রেখে নতুনদের নিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এক সূত্র মতে জানা গেছে প্রকাশিত চূড়ান্ত দলে আরিফা আক্তার, অর্পিতা বিশ্বাস অর্পিতা, জুঁই আক্তার, কনম আক্তার, কানন রাণী বাহাদুর, মালাথুই মারমা, মুণকি আক্তার, জয়নব বিবি রিতা, ঐশি আক্তার, সাগরিকা, রুমা আক্তার, সুলতানা আক্তার, মুন্নী, নাদিয়া আক্তার জুথি, নুসরাত জাহান মিতু, প্রীতমা মুন্ডা, রিতু আক্তার, পূজা দাস, সুরবী আকন্দ প্রীতি, সংগীতা রাণী দাস, শ্রীমতী তৃষ্ণা রাণী, থুইনু মারমা,উমেহলা মারমাসহ সর্বমোট ২৩ জন খেলোয়াড় থাকবেন।
আগামী ২০ শে সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘এএফসি অ-১৭ নারী এশিয়ান কাপ’ এর দ্বিতীয় ধাপের বাছাইপর্ব। এই পর্বে অংশ নিবে মোট ৮ টি দল। এই ৮ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে গ্রুপ-বি তে। গ্রুপ- বি এর অন্য দলগুলো হলো অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড। আগামী ২০ শে সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ।