এলিট একাডেমির ১০ ফুটবলারকে নিলামে তুলে বিপিএলের ক্লাবগুলোর কাছে বিক্রি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়াও বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোতে নিয়মিত আলো ছড়িয়েছেন এই একাডেমি থেকে উঠে আসা ফুটবলাররা। কয়েকজন তো সুযোগ পেয়েছেন জাতীয় দলেও। এবার সে সাফল্যকে পুঁজি করে ‌‘ফুটবল ফর হেলথ’ স্লোগানে নতুন একাডেমি খুলতে যাচ্ছে করছে বাফুফে। যেখানে অনূর্ধ্ব-৮ থেকে ১১ পর্যন্ত ৪০ জন এবং অনূর্ধ্ব-১১ থেকে ১৪ পর্যন্ত ৪০ জন ফুটবলে প্রশিক্ষণ পাবে। আগ্রহীদের বাফুফের নির্ধারিত ফরম দুই হাজার টাকা দিয়ে সংগ্রহ করে মাসিক তিন হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে। ১৬ সেপ্টেম্বর বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

আজ (বুধবার) বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এমনই ঘোষণা দেওয়া হয়েছে। বাফুফের নতুন একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। জাহিদ হাসান আগে থেকেই ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য। এবার তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যোগ দিলেন অন্য ভূমিকায়। বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহিদ হাসান বলেছেন,‌ ‘আমি ছোটবেলা থেকেই ফুটবলপ্রেমী। এখনও ফুটবলের খোঁজ-খবর রাখি। ফুটবল ফেডারেশন থেকে আমাকে প্রস্তাব করা হলে সঙ্গে সঙ্গে সম্মতি দেই। আমার মাধ্যমে দু’জনও যদি ফুটবলে উদ্বুদ্ধ হয়, সেটাই আমার স্বার্থকতা।’

Previous articleভুটান পৌঁছালো বাংলাদেশের অনুর্ধ্ব ১৬ দল; খেলার সূচী পরিবর্তন!
Next articleপ্রথমদিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ অ-১৬ দল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here