বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অফ উইমেন্স হিসেবে যোগ দিয়েছেন জাতীয় প্রমীলা দলের সাবেক খেলোয়াড় সুইনু প্রু। প্রায় দশ বছরের ফুটবল ক্যারিয়ারে তিনি বিভিন্ন নারী বয়সভিত্তিক দল হয়ে জাতীয় দলে খেলার সুযোগ পান। বাংলাদেশের হয়ে এসএ গেমসে ব্রোঞ্জ পদক জয়ী নারী দলের সদস্য ছিলেন সুইনু।
বিবাহের কারনে জাতীয় দল থেকে তিনি দূরে সড়ে যান। তবে এখন আবার ফিরে এসেছেন নিজের পরিচিত প্রাঙ্গনে। এবার বাফুফেতে নতুন দায়িত্বে উচ্ছ্বসিত সুইনু। এপ্রিল থেকে শুরু হয়েছে তার নতুন এই পথচলা। সুইনু’র কাজ সম্পর্কে বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার বলেছেন, ‘মাঠ ও মাঠের বাইরে মেয়েদের ফুটবলে সুইনু কাজ করবে। তার অভিজ্ঞতা কাজে লাগাবে। এজন্যই তাকে নেওয়া হয়েছে।’
আবারও ফুটবলে ফিরে আসতে পেরে সুইনু বলেন, ‘ফুটবলই আমার সবকিছু। আমি দীর্ঘদিন জাতীয় দলে খেলেছি। এখন সুযোগ হয়েছে আমার উত্তরসূরিদের জন্য কিছু করার। আমি আমার অভিজ্ঞতা দিয়ে মেয়েদের জন্য কাজ করে যাব।’