বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ছাপা নতুন পাঠ্যবইয়ে ক্রীড়াব্যক্তিত্বের তালিকায় পরিবর্তন এসেছে। সপ্তম শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ের ‘স্পোর্টস পার্সোনালিটি’ লেসনে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ।
এদিকে, বই থেকে সরিয়ে ফেলা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের নাম ও ছবি। একই সঙ্গে, আগের পাঠ্যবইয়ে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের স্থানেও পরিবর্তন আনা হয়েছে।
‘আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস’ লেসনে কাজী সালাউদ্দিনকে নিয়ে লেখা অনুচ্ছেদটি বাদ দিয়ে নতুন একটি লেসন যুক্ত করা হয়েছে। ‘আওয়ার উইনারস ইন গ্লোবাল এরানা’ শিরোনামে যুক্ত হওয়া এই লেসনে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়কে তুলে ধরা হয়েছে।
নতুন পাঠ্যবইয়ে ‘স্পোর্টস পার্সোনালিটি’ লেসনে রানী হামিদের ছবি কাজী সালাউদ্দিনের ছবির জায়গায় বসানো হয়েছে। একই সঙ্গে, সাকিব আল হাসানের পরিবর্তে নিগার সুলতানা জ্যোতির ছবি স্থান পেয়েছে। ভারতীয় ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের ছবি সরিয়ে সেখানে জামাল ভূঁইয়ার ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই পরিবর্তন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অবদান এবং নতুন প্রজন্মের সাফল্য তুলে ধরার চেষ্টা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।