গত ৩ই অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। চতুর্থ বারের মত নির্বাচিত হন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। নির্বাচনের পর আজ নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বাফুফের কনফারেন্স রুমে। সভায় সভাপতিত্বে করেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভায় বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। যেখানে বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন জেলা ফুটবল লীগের দায়িত্ব নিজের কাধে নিয়েছেন। নির্বাচিত হওয়ার পরেই দিনই জেলা ফুটবল লীগের কর্মকর্তাদের কড়া হুশিয়ারি দিয়েছিলেন তিনি। এর আগে তিনি ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে ছিলেন।

এদিকে প্রফেশনাল লিগ কমিটির দায়িত্ব আবারও পেয়েছেন সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মূর্শেদী এমপি এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাকে। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং স্কুল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া। নবনির্বাচিত সহসভাপতি ইমরুল হাসান পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন ফুটবল লীগ কমিটির দায়িত্ব ও আরেক প্রথমবার সহসভাপতি নির্বাচিত হওয়া আতাউর রহমান ভুঁইয়া মানিককে ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব দেয়া হয়েছে। রেফারিজ কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, হারুনুর রশীদকে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। লিগ্যাল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, সত্যজিৎ দাশ রুপুকে বিচ ফুটবল অ্যান্ড ফুটসাল কমিটি, এথিক্স অ্যান্ড ফেয়ার প্লে কমিটি আজমল হোসেন কিউসি, প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আখতার হোসেন খান, ডিসিপ্লিনারি কমিটি মেজবাহ উদ্দিন, আপীল কমিটি আবদুল মুয়ীদ চৌধুরীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।

সভা শেষে কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘আমাদের খুবই ভালো সভা হয়েছে। সবার মধ্যে আন্তরিকতা ছিল। সবাই ফুটবলে কাজ করতে এসেছে। নতুন-পুরাতন সবাই কাজের জন্য প্রস্তুত। আমরা কিছু কমিটির চেয়ারম্যান ঠিক করে দিয়েছি। কারণ, আমাদের খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে।’ সভার ২০ জনের উপস্থিত থাকার কথা থাকলেও দুইজন অনুপস্থিত ছিলেন।

Previous articleনির্বাচনের পর বাফুফে’র প্রথম সভা আজ; বিলুপ্ত হবে পাইওনিয়ার কমিটি!
Next articleজেলা লিগের দায়িত্ব নিজ কাধে নিলেন কাজী সালাউদ্দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here