গত মার্চ থেকে খেলার মধ্যে নেই দেশের ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ের জন্য ক্যাম্প ডাকা হলেও খেলা পিছিয়ে যাওয়ায় প্র্যাকটিস শুরুর আগেই ঘরে ফিরে খেলোয়াড়রা। তবে অবশেষে আন্তর্জাতিক ফুটবলে ফেরার একটা ইঙ্গিত পেয়ে জাতীয় দলের খেলোয়াড়রা। নভেম্বরে নেপালে বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
১১-১৯ নভেম্বর ফিফার প্রীতি ম্যাচ খেলার সূচিতে দুটি ম্যাচ আয়োজন করতে চেয়ে বাংলাদেশ বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানায়। শুরুতেই প্রাথমিক সম্মতি দিলেও গতকাল সরকারের অনুমতি পেয়ে নেপাল ম্যাচ খেলার চূড়ান্ত সম্মতি দিয়েছে গতকাল। ম্যাচের ভেন্যু এখনও ঠিক হয়নি। আয়োজক হিসেবে বাংলাদেশে খেলা হওয়ার সম্ভাবনা প্রবল হলেও নেপালে গিয়েও খেলে আসতে হতে পারে জামাল-তপুদের।
প্রীতি ম্যাচের কথা নিশ্চিত করে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘প্রীতি ম্যাচ খেলার জন্য নেপালকে প্রস্তাব দেয়া হয়েছিল। এতদিন তারা সম্মতি দেয়নি দেশটির সরকারের বিধি-নিষেধের কারণে। নেপাল স্পোর্টস কাউন্সিল মৌখিক সম্মতি দিয়েছে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনও (আনফা) আমাদের মৌখিক সম্মতি দিয়েছে। শনিবার ও রোববার নেপালে ছুটির দিন। এরপরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফর নিশ্চিত করবে আনফা।’ বিজয়া উৎসবের পর নেপালের খেলোয়াড়রা অনুশীলন শুরু করবে বলে জানা গিয়েছে।