নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচের দিকে দৃষ্টি হাভিয়ের কাবরেরার দলের। বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে।এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ড্রয়ের আগে নির্দিষ্ট পাত্রে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সবশেষ ভুটানের বিপক্ষে খেললেও তা যুতসই হয়নি। থিম্পুতে একটি ম্যাচ জিতে অন্যটিতে হারায় ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি।
আগামী ১৩ ও ১৬ নভেম্বর ম্যাচ দুটি হবে। দুটি ম্যাচের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা। মালদ্বীপ বর্তমানে র্যাঙ্কিংয়ে ১৬৩তম স্থানে, বাংলাদেশ ১৮৬তে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই সূচি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মালদ্বীপ থেকে লিখিতভাবে সবকিছু পেয়েছি। নভেম্বরে দুটি ম্যাচ খেলবো আমরা। ম্যাচ দুটি কিংস অ্যারেনাতে হবে। সেই অনুযায়ী কাজ চলছে।’
সবশেষ মালদ্বীপের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছিল। কিংস অ্যারেনাতে রাকিব ও ফাহিমের গোলে ২-১ এ জয় এসেছিল। এছাড়া অ্যাওয়ে ম্যাচটি হয়েছিল ১-১ গোলে ড্র।