কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা নারী ফুটবলারদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গঠিত বিশেষ কমিটির সপ্তাহব্যাপী তদন্তের পর মেয়েদের অভিযোগ গ্রহণযোগ্য হয়নি, ফলে কোচ বাটলারকেই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে বিশেষ কমিটির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিদ্রোহী নারী ফুটবলারদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন। তবে এরপরও তারা অনুশীলনে ফেরেননি।
বাফুফে সভাপতি শনিবার পর্যন্ত তাদের সময় দিয়েছিলেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও কেউ অনুশীলনে যোগ দেননি। এ প্রসঙ্গে আজ বসুন্ধরা কিংস মাঠে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও বিশেষ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন,
‘সভাপতি কিন্তু বলেছেন যারা অনুশীলনে আসবে তাদের জন্য দরজা উন্মুক্ত আছে। তারা অনুশীলনে যোগ দিলে তাদের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে। তিনি ক্লিয়ার বলে দিয়েছেন। এ নিয়ে কোনও অস্পষ্ট কিছু নেই।’
তবে অনুশীলনে ফেরার জন্য মেয়েদের অনন্তকাল অপেক্ষা করা হবে না বলে সতর্ক করেছেন ইমরুল হাসান। তিনি বলেন,
‘কোনও শূন্যতা অপূর্ণ থাকে না। শূন্যতা কিন্তু পূরণ হয়ে যায়। আমরা ভালো কিছুর আশায় হয়তো সাময়িকভাবে বর্তমানকে কিছুটা ছাড় দিয়ে হলেও ভবিষ্যতে ভালো কিছুর প্রত্যাশায় আছি। আমরা তাদের সম্মান দেখিয়ে অপেক্ষা করছি। কিন্তু তাই বলে সম্মান অনন্তকাল দেখানো হবে না।’