সোমবার সম্প্রতি নাম পরিবর্তন হওয়া জাতীয় স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ উদ্বোধনকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় মহিলা ফুটবল দলের কোচ ও খেলোয়াড়দের মধ্যে চলমান দ্বন্দ্ব সম্পর্কে মন্তব্য করেন।

তিনি বলেন, “সাফ জিতেছে বলেই তাদের সম্মাননা দেওয়া হচ্ছে। তবে স্পোর্টসের সঙ্গে যুক্ত সবাইকে ডিসিপ্লিনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত।” তার এই বক্তব্যে তিনি সাফল্যের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, নারী ফুটবলারদের বেতন কাঠামো, আবাসন ও অনুশীলন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আশ্বাসের কথাও উল্লেখ করেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা এসব সমস্যা সমাধানে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন এবং ফুটবলারদের কাছ থেকে লিখিতভাবে সমস্যার বিবরণ চেয়েছেন। এছাড়া, বাফুফের নতুন কমিটির সঙ্গে সমন্বয় করে নারী ফুটবল দলের সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, “খেলোয়াড়রাই স্পোর্টসের মূল স্টেকহোল্ডার এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বাফুফের আর্থিক অনিয়মের বিষয়ে নতুন কমিটিকে অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Previous articleআবারো জাতীয় দলের ম্যানেজার আমের খান
Next articleছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন গাজীপুর, মেয়েদের বিভাগে মানিকগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here