নারী ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডে বড় জয় তুলে নিয়েছে অন্যতম ফেভারিট আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের জালে গুনে গুনে আধ ডজন গোল দিয়েছে তারা। এদিকে দিনের প্রথম ম্যাচে ঢাকা রেঞ্জার্সকে ১-০ গোলে হারিয়েছে উত্তরা এফসি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাপিয়ে পড়ে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। তবে ম্যাচের ৩৬ মিনিট পর্যন্ত তাদের আটকে রাখে ফরাশগঞ্জ। অবশেষে ৩৬তম মিনিটে ডেডলক ভাঙেন তহুরা খাতুন। এরপরের মিনিটেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন আফেইদা খন্দকার। প্রথমার্ধে অবশ্য আর গোলের দেখা মিলেনি।
দ্বিতীয়ার্ধেও বেশ কিছু সময় নিজেদের গোল দুর্গ আগলে রাখে ফরাশগঞ্জ। এরপর ৬২তম মিনিটে ব্যবধান ৩-০ করেন হালিমা খাতুন। এর মিনিট পাঁচেক পর নিজের দ্বিতীয় গোলের সঙ্গে দলের লিড ৪-০ করেন তহুরা। আর ৭৬তম ও ৮২তম মিনিটে দুই গোল করে দলের বড় জয় নিশ্চিত করে দেন সুরভী আকন্দ প্রীতি।
এদিকে দিনের প্রথম ম্যাচে ঢাকা রেঞ্জার্সকে ১-০ গোলে হারিয়ে দেয় উত্তরা এফসি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা মিলছিল না। তবে ম্যাচের শেষ দিকে এসে জালের ঠিকানা খুঁজে পায় উত্তরা এফসি। ৮২তম মিনিটে জোসনার গোলে লিড পায় তারা। শেষ পর্যন্ত লিড ধরে রেখে পূর্ন তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে উত্তরা এফসি।