নিজেদের ছন্দ হারিয়েছে সদ্যপুষ্করণী জেএসসি। নারী লীগের গত ম্যাচ দুর্দান্ত পারফরম্যান্স করা গোলাম রাব্বানী ছোটনে আর্মি ফুটবল ক্লাবকে ধরাশায়ী করা ক্লাবটি পরবর্তী ম্যাচে এসে পা হড়কেছে। আজ তারা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়। ম্যাচটিতে ১-০ গোলে পরাজিত হয়।
আজ ‘ইউসিবি নারী ফুটবল লীগ ২০২৩-২৪’- এ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং সদ্যপুষ্করণী জেএসসি। গত ম্যাচে আর্মি ফুটবল ক্লাবে বিপক্ষে জয় পেয়েছিলো সদ্যপুষ্করণী। তাই এই ম্যাচেও তুলনামূলক বিচারে ফরাশগঞ্জ থেকে বেশ খানিকটা এগিয়ে ছিলো দলটি। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই প্রতিপক্ষের জালে কোনো বল পাঠাতে পারে নি। ফলে গোলশূন্যতে শেষ হয় প্রথমার্ধের খেলা।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও একই ধাচে খেলা চলতে থাকে। প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালালেও তেমন কোনো সুফল পাচ্ছিলো না কোনো দল। তবে ম্যাচের শেষের দিকে এসে বাজিপাত করে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ম্যাচের ৮৫ মিনিটে পপি রাণীর গোলে এগিয়ে দলটি। ম্যাচে পিছিয়ে পড়ে সমতা ফেরার চেষ্টা চালায় সদ্যপুষ্করণী জেএসসি। কিন্তু তাতে কোনো কাজ হয় নি। নির্ধারিত সময়ের খেলা শেষ হলে ম্যাচে ১-০ গোলে জয় পায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।
এছাড়া দিনের অন্য আরেক ম্যাচে মুখোমুখি হয় ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব এবং জামালপুর কাচারিপাড়া একাদশ। উক্ত ম্যাচে জামালপুর কাচারিপাড়া একাদশকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে ঢাকা রেঞ্জার্স এফসি। খেলায় ঢাকা রেঞ্জার্স এফসির হয়ে কল্পনা আক্তার তিনটি, বিথিকা কিশকু দুইটি এবং মারুফা আক্তার, শান্তি মার্দি, রেহানা আক্তার ও জারমিন আক্তার একটি করে গোল করেন। অন্যদিকে জামালপুর কাচারিপাড়া একাদশের হয়ে একমাত্র গোলটি করেন রুবিনা আক্তার।