সাফ চ্যাম্পিয়নশিপ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০জন নিয়েও শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। ভারতের হয়ে গোল করেছেন সুনীল ছেত্রী এবং বাংলাদেশকে সমতায় ফিরিয়েছেন ইয়াসিন আরাফাত। তবে ওই এক গোল ছাড়া সুনীল ছেত্রীকে মাঠে খুব একটা খুঁজে পাওয়া যায়নি। কিছু কিছু বিচ্ছিন্ন আক্রমন ছাড়া মাঠে খুব নিষ্প্রভ ছিলেন সুনীল।
ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও ভারতের গোলদাতা সুনীল ছেত্রীকে টপকে ম্যাচ সেরার পুরস্কার ইয়াসিন আরাফাতই পেয়েছেন। সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের মতো দলের বিপক্ষে ম্যাচ বাঁচিয়ে ও ম্যাচ সেরা হয়ে উচ্ছ্বসিত ইয়াসিন, ‘প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া। এরপর কোচ এবং টিমমেটদের ধন্যবাদ। সবার সহযোগিতায় আমি গোল পেয়েছি।’
ভারতের বিরুদ্ধে এই ড্রয়ে নিজেকে ভাগ্যবান ও উচ্ছ্বসিত মনে করছেন এই ডিফেন্ডার, ‘ভারতের মতো দলের বিপক্ষে গোল করা অবশ্যই ভাগ্যের ব্যাপারে। আমি খুবই উচ্ছ্বসিত।’
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীকে আটকানোর কথা বলেছিলেন। এ প্রসঙ্গে অস্কার বললেন, ‘সুনীল দুর্দান্ত খেলোয়াড়। বক্সের মধ্যে স্বল্প সময় ও জায়গা পেলে সে গোল করতে সক্ষম। সেটি আজও করেছে। তবে এরপর আমরা তাদের বেশি সুযোগ দেইনি।’
বাংলাদেশ অন্য ম্যাচের মতো আজও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছে। গোলের সুযোগ সম্পর্কে কোচ বলেন, ‘এটা খেলার অংশ। আমার ছেলেরা চেষ্টা করেছে।’ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে অস্কারের নজর এখন ফাইনালের দিকে, ‘আমাদের পরের ম্যাচ স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। তারা অত্যন্ত ভালো দল। প্রথম ম্যাচের পর পাঁচদিন বিশ্রাম নিয়ে তারা আমাদের মোকাবিলা করবে।’