প্রায় মাসখানেক পর আবারো মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ২০২৩-২৪ মৌসুমের প্রথম লেগ শেষের বিরতি ও মধ্যবর্তী দলবদল এবং ফিফা উইন্ডোর জন্য এতদিন মাঠের বাইরে ছিল ঘরোয়া ফুটবল। এবার আবারো মাঠে ফিরছে বাংলাদেশের ফুটবলের সর্ব্বোচ আসর। দ্বিতীয় লেগে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৩০ মার্চ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আর এই ম্যাচ দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচের সেঞ্চুরি করছে টানা চারবারের চ্যাম্পিয়নরা।
২০১৮-১৯ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগমনের পর থেকে এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলেছে বসুন্ধরা কিংস। এর মধ্যে ৮৪ ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলার ফুটবলের নব্য জায়ান্টরা। এছাড়া ১০ ড্র ও মাত্র ৫ টি হারের স্বাদ পেয়েছে অস্কার ব্রুজন শিষ্যরা।
বাংলাদেশের ফুটবলে আগমনের পর থেকেই নিজেদের পরাশক্তি হিসেবে গড়ে তুলেছে বসুন্ধরা কিংস। একে একে চারটি লিগ শিরোপা ঘরে তুলেছে ক্লাবটি। এবারের লিগের প্রথম লেগ শেষেও টেবিলের শীর্ষে রয়েছে তারা। তাইতো নিজেদের শততম ম্যাচে জয় তুলে নিয়ে নিজেদের পঞ্চম শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে যেতে চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।