দেশের ফুটবলে মাঠ সংকট নতুন কিছু নয়। প্রতি মৌসুমের শুরুতেই ভেন্যু নির্ধারণ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। বসুন্ধরা কিংস ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের নিজস্ব হোম ভেন্যু না থাকায় মাঠ নিয়ে ফেডারেশনকে পড়তে হয় টানাপোড়েনে। তবে এবার মাঠ সংকট নিরসনে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার।
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ২৫ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। এর আগে রাজধানীর পল্টনে অবস্থিত জাতীয় স্টেডিয়াম বাফুফে ও অ্যাথলেটিক্স ফেডারেশন ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়। এছাড়া কমলাপুরের স্টেডিয়ামও বাফুফের লিজের আওতায় আনা হয়। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নীলফামারী স্টেডিয়াম।
গতকাল জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে এসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান,
বাফুফেকে আমরা চট্টগ্রামের মতো নীলফামারী স্টেডিয়ামও বরাদ্দ দেব। যাতে উত্তরবঙ্গে আন্তর্জাতিক ফুটবল আয়োজন করা সম্ভব হয়। আশা করি, অবকাঠামোগত ও সুযোগ-সুবিধার যে সমস্যা ছিল, তার সমাধান হবে।
ক্রীড়া মন্ত্রণালয় ফুটবলের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বাফুফেকে মাঠের পূর্ণ নিয়ন্ত্রণ দিলে ফিফার অর্থায়নে ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।