অবশেষে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। করোনার ফলে অতিথি দলকে কোয়ারেন্টানে থাকতে হবে এটা তো নিশ্চিত। তবে সময়টি কমিয়ে আনতে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ম্যাচগুলোর জন্য আজ (রবিবার) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়েছে। অংশ নেন বাফুফের কর্মকর্তারাও। তারা আবেদন করেন কোয়ারেন্টাইন ৪-৫ দিনের করতে এবং কোয়ারেন্টাইন চলাকালীন যাতে অতিথি দল অনুশীলন করতে পারে তার অনুমতি পেতে।

সভা শেষে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদ মাধ্যমকে জানান, ‘আমাদের বিদেশি কোচ ও নেপাল দলের ঢাকায় আসার পর কোয়ারেন্টিন পর্বটা যেন কমিয়ে আনা হয়, সেই ব্যাপারে সভায় আলোচনা হয়েছে। এই সময়ে তারা শুধু হোটেল টু স্টেডিয়ামে অনুশীলনে যাবে, আবার ফিরে আসবে। এছাড়া আমরা সবাইকে জৈব সুরক্ষার মধ্যেও আনতে চাই। স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে এ নিয়ে আবারও আলোচনা হবে। আশা করছি, সবকিছু ঠিকঠাক মতো চলবে।’

দুটি ম্যাচ খেলতে আগামী ৫ নভেম্বর চার্টার্ড বিমানে করে ঢাকায় আসবে নেপাল। ম্যাচ দুটো শেষে ঐ বিমানেই ফিরবে তারা।

Previous articleখেলোয়াড়দের ফিটনেসে সন্তুষ্ট ফিজিও
Next articleবাংলাদেশ-নেপাল ম্যাচে গ্যালারিতে থাকবে দর্শক!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here