প্রথম দিনের মতো নেপালে নিজেদের অনুশীলন সম্পন্ন করলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ বিকাল তিনটায় নেপালের এপিএফ স্টেডিয়ামে অনুশীলনে নামে নারী ফুটবলাররা। বিকাল ৪.৩০ ট্রেনিং সেশন শেষ করে ফুটবলাররা। আজ সারাদিন নেপাল মেঘাচ্ছন্ন ছিলো এবং অনুশীলনের সময় হালকা বৃষ্টিও হয়েছিলো। এর আগে সকাল ১০.৩০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত জিম সেশনে ছিলো বাংলাদেশ নারী ফুটবল দল।
গতকাল সকাল ১০.৩০ ‘ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে নেপাল পৌঁছায় ৩১ সদস্যের বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী ৯ ও ১২ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচে অংশ নিবে বাংলাদেশ দল। ম্যাচ দুইটি দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এছাড়া গতকাল বিকাল তিনটার সময় হোটেল রুমেই দলের সকল খেলোয়াড়,কোচ ও স্টাফের কোভিড-১৯ টেস্ট করানো হয়। আজ সকালে সবার কোভিড টেস্টের রিপোর্ট আসে। রিপোর্টে খেলোয়াড়,কোচ ও স্টাফের কোভিড-১৯ নেগেটিভ আসে।