‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ফুটবল ম্যাচয়ে অংশ নিতে নেপালে পৌঁছেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল৷ আগামী ৯ ও ১২ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
এর আগে আজ সকাল ৯.৩০ মিনিট বাংলাদেশ বিমানের চার্টাড ফ্লাইটযোগ নেপালের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ দল। সকাল ১০.৩০ নেপালের রাজধানী কাঠমুন্ডুর ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছায় ৩১ সদস্যের নারী ফুটবল দল। নেপালের বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক মিশনের সহকারী প্রধান জনাবা ইসরাত জাহান ত্রিভুবন এয়ারপোর্টে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করে।
এরপর বাংলাদেশ নারী ফুটবল দল এল্ফোট কাঠমুন্ডু হোটেলে উঠে। বিকাল তিনটায় হোটেলেই তাদের সবার কোভিড টেস্ট করা হয়। আজ বাংলাদেশ দল কোনো প্র্যাক্টিস করেনি। আগামীকাল কোভিট টেস্টের রেজাল্টের পর জিম সেশন ও অনুশীলনে অংশ নিবে সাবিনা,কৃষ্ণারা। এই প্রসঙ্গে নারী দলের খেলোয়াড় কৃষ্ণা রাণী সরকার বলেন, ‘আমরা সুস্থভাবে নেপাল পৌঁছেছি। আমাদের কোভিট টেস্ট সম্পন্ন হয়েছে। আজকে আমরা কোনো প্র্যাক্টিস করিনি। আগামীকাল সকালে আমাদের জিম সেশন ও বিকালে প্র্যাক্টিস রয়েছে।’