হার দিয়েই নারী এশিয়ান কাপ বাছাইপর্বের যাত্রা শুরু করলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। উজবেকিস্তানের বুনোয়দকোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী জর্ডানের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলার মেয়েরা।

র‍্যাংকিংয়ে ৭০ ধাপ এগিয়ে থাকা জর্ডানের বিপক্ষে অঘটন ছাড়া আর কি বা আশা ছিলো বাংলাদেশের ? তবে সেটাও হলো না। নির্ভুল, নিখুঁত ফুটবলে বাংলার মেয়েদের রক্ষণ নিয়ে একপ্রকার ছেলেখেলা করলো জর্ডানের মেয়েরা। ম্যাচের প্রাপ্তি বলতে শুধু জর্ডানকে ৩৫ মিনিট পর্যন্ত আটকে রাখা ছাড়া আর কিছুই নেই। ম্যাচের ৩৬ মিনিটে ফরোয়ার্ড শাহনাজ জেবরিনের গোলে প্রথম এগিয়ে যায় জর্ডান। এরপর প্রথমার্ধের একবারে শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার বানাজাইদ আল বিতার। ২-০ গোলের বিরতি নিয়েই বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে আরও বেশি চড়াও হয়ে খেলে জর্ডান। বাংলাদেশের মেয়েদের কোন রকম সুযোগ না দিয়ে হ্যাট্রিক তুলে নেন জর্ডানের অধিনায়ক মাইশা জিয়াদ জেবারাহ। ৬২, ৬৭ ও ৭৭ তম মিনিটে তিন গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন মাইশা। নিজের হ্যাটট্রিকের পাশাপাশি নিশ্চিত করেন দলের বড় জয়।

২০১৪ সালের পর দীর্ঘ ৭ বছর পর নারী এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। মাঝে ২০১৮ সালের বাছাইপর্বে দল পাঠায়নি বাফুফে। দীর্ঘদিন পর এতো বড় টুর্নামেন্টের বাছাইপর্বে খেলার চাপ, তরুণ স্কোয়াড, সাথে শক্তিশালী প্রতিপক্ষ, যা বাংলার মেয়েদের কাছে এক প্রকার পাহাড়সম চাপই ছিলো বটে। যার প্রভাব পড়ে পারফরমেন্সে।

পুরো ম্যাচে মাত্র ৩৮ শতাংশ বল দখলের পাশাপাশি প্রতিপক্ষের পোস্টে মাত্র দু’বার শট নেয় বাংলাদেশ। বিপরীতে জর্ডানের মেয়েরা ৯ শটের ৫টিতেই জালের দেখা পেয়েছে।

আগামী ২২ সেপ্টেম্বর একই ভেন্যুতে বিকাল ৪টায় নিজেদের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Previous articleউজবেকিস্তানে বাংলার মেয়েদের প্রতিপক্ষ জর্ডান
Next articleঅস্কারের দেয়া দলই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here