পরিবর্তিত হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচের সময়কাল। তবে দুইটি ম্যাচের মধ্যে শুধু একটি ম্যাচেরই দিনতারিখে পরিবর্তন ঘটেছে, অন্য ম্যাচের দিনতারিখ আগের মতো অপরিবর্তিত আছে।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আগামী ৪ এবং ৭ ই সেপ্টেম্বর আফগানিস্তানে বিপক্ষে দুইটি ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশের। তবে আফগানিস্তান আগে থেকে জানিয়ে আসছিলো তারা এই ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করে আসছিলো। সেই ইচ্ছা তাগিদে তারা ফিফা এবং এএফসির কাছে তদবিরও করেছিলো।
আফগানিস্তানের দাবি অনুযায়ী এই উইন্ডোতে বাংলাদেশের দুইটি ম্যাচ খেলবে, কিন্তু তার মধ্যে একটি ফিফা উইন্ডোর ম্যাচ হলেও অন্যটি ফিফা উইন্ডোর বাইরের ম্যাচ হিসেবে তারা খেলবে। তাদের দাবি মেনে নিয়েছে ফিফা ও এএফসি। তাই দাবির প্রেক্ষিতে পরিবর্তিত হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার প্রথম ম্যাচের সময়সূচি।
বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার প্রথম ম্যাচের সময়সূচি ছিলো আগামী ৪ ই সেপ্টেম্বর। আফগানিস্তানের দাবির প্রেক্ষিতে সময় পরিবর্তিত হয়ে আগামী ৩ রা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। তারিখের পরিবর্তন ঘটলেও সময় এবং ভেন্যুর কোনো পরিবর্তন ঘটে নি। আগামী ৩ রা সেপ্টেম্বর আগের সময় বিকাল ৫ টায় বসুন্ধরা কিংস এরেনাতে প্রথম প্রীতি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এছাড়া প্রথম ম্যাচের তারিখের পরিবর্তন ঘটলেও দ্বিতীয় ম্যাচ অর্থাৎ ৭ ই সেপ্টেম্বরের ম্যাচের কোনোরূপ পরিবর্তন হয় নি। আগের দিনতারিখেই ম্যাচটি আয়োজিত হবে।