আগামীকাল মালদ্বীপের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামীকালের ম্যাচ উপলক্ষে আজ দুপুর ১২ টা কলম্বোর হোটেক হিল্টনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক মারিও লেমোস এবং অধিনায়ক জামাল ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন মালদ্বীপ দলের প্রধান প্রশিক্ষক মরিরো ফ্রান্সিসকো এবং অধিনায়ক আকরাম আব্দুল ঘানি।
বিগত ম্যাচগুলোর দিকে আলোকপাত করলে লক্ষ্য করা যায় বাংলাদেশের জয়ের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফিনিশিং দুর্বলতা। ভালো আক্রমন তৈরি করলেও গোল পাইনি। এই প্রসঙ্গে জামাল বলেন, ‘আমরা গোল পাচ্ছি না। ম্যাচে দুইটা গোলের লিড নিলে দলের মধ্যে একটি পরিবর্তন আসে,কিন্তু একটা গোল দিলে এমন তেমন লক্ষ্য করা যায় না। গত ম্যাচে আমরা অনেক চান্স সুযোগ তৈরি করেছি,অনেক সুযোগ পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য আমরা গোল করতে পারি নি।’
শেষ মুহুর্তে গোলে বাংলাদেশকে খোয়াতে হয় দুইটি মূল্যবান পয়েন্ট। এই গোলের ফলে পুরো লড়াই হয়ে যায় এক বৃথা প্রচেষ্টা। এই প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, ‘আপনি যদি শেষ ৫ মিনিটে গোল হজম করেন তাহলে এটা আপনাকে ভেতর থেকে শেষ করে দিবে। এটা খুবই হতাশাজনক একটি ব্যাপার। তবে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে ভালো একটি সুযোগ রয়েছে। একই মাঠ,একই আবহাওয়া দুই দলের জন্যে একই অনুভূতি। তাই এখানে অজুহাতের সুযোগ নেই। আমাদের পারফর্ম করতে হবে এবং আমাদের সেরাটা দিতে হবে।’
আগামীকাল বিকাল ৪:৩০ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। র্যাংকিং বিবেচনায় বাংলাদেশ থেকে এগিয়ে মালদ্বীপ। মুখোমুখি লড়াইয়েও তাই। শেষ দেখায় মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলের পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে। তাই এই ম্যাচটি বাংলাদেশের কাছে একটি প্রতিশোধের ম্যাচ হতে চলেছে। অন্যদিকে মালদ্বীপের কাছেও একইভাবে গুরুত্বপূর্ণ।