বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ট রাউন্ডে জয়ের দেখা পেয়েছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেড। বাংলাদেশ পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানি শিষ্যরা। তবে দিনের আরেক ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে গোলশূন্য রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে স্বাগতিক পুলিশ এফসির আতিথ্য নেয় ঢাকা আবাহনী লিমিটেড। ম্যাচের শুরু থেকেই সমানতালে লড়াই করে দুইদল। ম্যাচের ১২তম মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার ওয়াশিংটন ব্রান্দাওয়ের ক্রস বিপদমুক্ত করতে ব্যর্থ হয় পুলিশের রক্ষণভাগ। ফলে পোস্টের সামনে সুবিধাজনক জায়গায় বল পেয়ে যান আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ, বল পেয়েই বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে ওয়াশিংটনের পাস থেকে বল পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে দর্শনীয় গোল করে আবাহনীর লিড দ্বিগুণ করেন মোহাম্মদ হৃদয়। এরপর ৬৫তম মিনিটে আবাহনী ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলুর আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আভাস দেয় পুলিশ এফসি। তবে শেষ পর্যন্ত এই স্কোরলাইন বজায় থাকলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আকাশী নীল জার্সিধারীরা।
এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় এবারের লিগে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে পুরান ঢাকার জায়ান্ট রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। শেখ রাসেল ক্রীড়া চক্রকে গোলশূন্য রুখে দিয়েছে তারা। ঘরের মাঠে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি শেখ রাসেল। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুইদল।