বাংলাদেশ প্রিমিয়ার লীগের ২১তম রাউন্ডের শেষ ম্যাচে জয় পেয়েছে চট্রগ্রাম আবাহনী।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসিকে।
ম্যাচের মাত্র ২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন। মিনিট আটেক পর আইভরিকোস্টের মিডফিল্ডার দিদিয়ের ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের শেষ সময়ে মিডফিল্ডার রাকিব হোসেন বন্দর নগরীর দলটিকে আরও এগিয়ে দেন। ৮০ মিনিটে পুলিশের মিডফিল্ডার মোহাম্মদ স্বাধীন ব্যবধান কমান। ম্যাচের অন্তিম সময়ে চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান মিডফিল্ডার চিনেদু পুলিশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
এই জয়ে ২০ ম্যাচে ৩৭ পয়েন্টনিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে চট্টগ্রম আবাহনী। ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে পুলিশ।