বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ২০২০-২১ এ নিজেদের যাত্রা জয় দিয়ে সূচনা করেছে ঢাকা আবাহনী লিমিটেড। তবে জিততে অনেক ঘাম ঝরাতে হয়েছে তাদের। বাংলাদোশ পুলিশ এফসিকে ১-০ গোলে পরাজিত করেছে মারিও লেমসের দল।

লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামা আবাহনী ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো নিষেধাজ্ঞা ও ইনজুরিতে কিছু খেলোয়াড় একাদশে না থাকলেও তার প্রভাব দেখা যায়নি তেমনটা। আবাহনীর আক্রমনের বিপরীতে প্রতি আক্রমন নির্ভর ফুটবল খেলেছে পুলিশ এফসি। প্রথমার্ধে শেষ দিকে তোরেসের একটি শট ঠেকিয়ে দিয়ে দলকে রক্ষা করেন পুলিশ এফসির নেহাল। এতে স্কোরবোর্ড সমতায় রেখে বিরতিতে যায় দুইদল।

দ্বিতীয়ার্ধে নিজেদের আরো গুছিয়ে নেয় পুলিশ এফসি। গোলের জন্য বার বার আবাহনী আক্রমন চালিয়েছে, তবে ছেড়ে কথা বলেনি পাকির আলীর শিষ্যরাও। কয়েকবারই পরীক্ষা নিয়েছে আকাশী-নীলদের ডিফেন্সের। ৬২ মিনিটে তোরেসের ক্রস থেকে একটি থ্রি হেডার দিতে ব্যর্থ হন জীবন। ৮০ মিনিটে ওয়ালি ফয়সালের ক্রস থেকে দূরের বারে বল পেয়ে যান মাসিই সাইঘানি। তার হেড ফিরে আসে গোলরক্ষকের গায়ে লেগে। এরপর আবারো শট নিলে তা প্রতিহত করেন ডিফেন্ডার।

ম্যাচের ৮৫ মিনিটে আসে কাক্ষিত গোল। বদলি নামা রুবেল মিয়ার একটি শট প্রথম প্রচেষ্টায় ঠেকান গোলরক্ষক নেহাল। তবে তার হাতে লেগে তা ফাঁকায় পেয়ে যান বেলফোর্ট। তার প্রথম শট একজন ডিফেন্ডার ঝাপিয়ে পড়ে রক্ষা করলেও দ্বিতীয় শটে আর ভুল করেননি এই হাইতিয়ান। জালের ঠিকানায় বল পৌঁছে দেন তিনি। এর পরের মিনিটেই অবশ্য সমতায় ফিরতে পারতো পুলিশ এফসি। কিন্তু আখমেদভের জোড়ালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে কপাল পুড়ে তাদের। এরপর আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।

Previous articleবাংলাদেশে ফিরলেন জেমি!
Next articleব্রাদার্সকে হারিয়ে লিগ শুরু রাসেলের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here