আসন্ন ফুটবল মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব রোমানিয়ান কোচ অ্যারিস্টিকা সিওবা’কে নিয়োগ দিয়েছে। ৫০ বছর বয়সী এই কোচ সর্বশেষ ওমানের আল ওরুবা এসসির কোচ ছিলেন।
উয়েফা প্রো লাইসেন্সধারী এই রোমানিয়ান কোচ এর আগে ঘানা, ওমান, কুয়েত, জর্ডান সহ বিভিন্ন দেশের ক্লাবের দায়িত্বে ছিলো। অভিজ্ঞ এই কোচ খেলোয়াড়ী জীবনে ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন, খেলেছেন রোমানিয়া, চায়না, সৌদি আরবের কিছু ক্লাবে।
ওমানের দল সাহাম এসসিকে তিনি প্রথম বিভাগ লিগ হতে ওমান পেশাদার লিগে উর্ত্তীর্ণ করেন। ঐ ক্লাবকে ওমান ফেডারেশন কাপের রানার্সআপও করেন তিনি। তানজিনিয়ার দল এফসি আজম কে নিয়ে তিনি সেখানাকার কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন।
সর্বশেষ লংকান কোচ পাকির আলিকে নিয়ে প্রত্যাশিত ফলাফল পায়নি পুলিশ এফসি। তাই সিওবাকে ঘিরে তারা ভাল ফলাফল প্রত্যাশা করছে। কিন্তু অভিজ্ঞ এই কোচের জন্য কাজটা সহজ হবে না, কেননা তরুণ খেলোয়াড়দের নিয়ে তাকে বড় বড় দলগুলোর মুখোমুখি হতে হবে।