বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিলের ৭ম স্থানে আছে বাংলাদেশ পুলিশ এফসি। প্রথম লেগে তারা খেলেছিল দেশীয় কোচ মাহবুবুর রহমান জুয়েলের অধীনে। তবে এবার দ্বিতীয় লেগে অবস্থানের উন্নতির লক্ষ্যে অভিজ্ঞ জার্মান কোচ ফ্র্যাঙ্ক বার্নহার্ডকে নিয়োগ দিয়েছে দলটি।

৫৫ বছর বয়সী জার্মান কোচ বার্নহার্ডের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। খেলোয়াড়ী জীবনে জার্মান ক্লাব হোল্টেইন কিয়েল ও টিএসভি ভুকোলজের হয়ে খেলেছেন তিনি। খেলা শেষে টিএসভি ভুকোলজের সহকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর সেইন্ট পাওলি অ-১৯ ও বি দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সেইন্ট পাওলি বি টিমের হেড কোচ হন। এরপর এস্তোনিয়া অ-১৯ ও অ-২১ দল ও দেশটির ক্লাব কেলেভের হেড কোচের দায়িত্ব পালন করেন আসেন এশিয়ায়।

এশিয়ায় এসে মালয়েশিয়া অ-২৩ দলের কোচের দায়িত্ব পালন করেন। মাঝে এস্তোনিয়ার একটি ক্লাবের যুবদলের কোচের দায়িত্ব পালন করে আবার ফেরেন মালয়েশিয়ায়। সেখানে দুই ক্লাব ইউআইটিএম ইউনাইটেড ও কেলান্তান ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি ছিলেন মায়ানমারের ক্লাব ইয়াঙ্গুন ইউনাইটেডের কোচ।

তাই অভিজ্ঞতায় ভরপুর এই জার্মান কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পুলিশ এফসির। প্রথম লেগে ২ বিদেশি দলে নিলেও ইনজুরির জন্য শুরুর দিকেই একজন দল ছেড়েছেন। দ্বিতীয় লেগে আরো কয়েকজন বিদেশি ফুটবলার দলে ভেড়াতে কাজ করছে ক্লাবটি।

Previous articleবঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন
Next articleবিদ্রোহ থামিয়ে অনুশীলনে ফিরছেন নারী ফুটবলাররা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here