ফকিরেরপুলের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াং ম্যানস ক্লাবের বিপক্ষে মাঠে নামে পুলিশ এফসি। ম্যাচে ফকিরেরপুলকে ৪-১ গোলে পরাজিত করে তারা।

৯ মিনিটের মাথায় আকবির তুরেভের গোলে এগিয়ে যায় ফকিরেরপুল। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগের ব্যবধান সমান করে ফেলে পুলিশ। ম্যাচের ৪৫ মিনিটে পুলিশের হয়ে সমতাসূচক গোলটি করেন জয়ন্ত কুমার রায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে লিড পেয়ে যায় পুলিশ এফসি। ৫২ মিনিটে গোলটি করেন মানিক মোল্লা। এরপর ৬৫ মিনিটে আল-আমিনের গোলে ব্যবধান বাড়ায় পুলিশ। এতে করে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-১ এ। ৮১ মিনিটে আল-আমিন তার দ্বিতীয় গোল করে করলে ৪-১ গোলে এগিয়ে যায় পুলিশ এফসি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে পুলিশ জয় নিয়ে মাঠ ছাড়ে।

দিনের অন্য দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে ঢাকা আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ঢাকা আবাহনী ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় ঢাকা আবাহনী। প্রথমার্ধে গোলের সেরা সুযোগটি আবাহনী পেয়েছিল বিরতির আগ মুহূর্তে। আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন ওয়ান্ডারার্সের গোলরক্ষক সুলতান আহমেদ। সুযোগ কাজে লাগাতে ফাঁকা পোস্টে শট নেন আবাহনীর এক খেলোয়াড়, সুলতান এক ছুটে পোস্টে ফিরে আটকে দেন সেই প্রচেষ্টাও।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আবাহনী। প্রতিপক্ষের রক্ষণে ধরে রাখে চাপ। তাতে ৫৯তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। কর্নার থেকে দূরের পোস্টে সুমন রেজা হেডে খুঁজে নেন জাল।

অন্য আরেক ম্যাচে ফর্টিস এফসি ও ব্রাদার্স ইউনিয়ন ড্র করেছে। বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

খেলার ৪৮ সেকেন্ডে সেনে গোল দিয়ে ব্রাদার্সকে এগিয়ে দেয়। তবে ১৮ তম মিনিটেই ফর্টিসকে সমতায় ফেরায় দলটির অধিনায়ক ওমর বাবু। তবে প্রথমার্ধের শেষ দিকে আবারো লিড নিতে পারতো ব্রাদার্স, কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মোস্তফা দ্রামে। এরপর আর গোল না হলে পয়েন্ট ভাগা ভাগি  করে মাঠ ছাড়ে দুইদল।

Previous articleকিংসকে হারালো ১০ জনের মোহামেডান; জিতেছে রহমতগঞ্জও!
Next articleস্বাধীন বাংলা ফুটবল দলের আরেক ফুটবলারের প্রয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here