সদ্য সমাপ্ত ২০২৩-২৪ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে শেষ করেছে বাংলাদেশ পুলিশ এফসি। কাগজে-কলমে তারকাবহুল দল না হয়েও দলটির এমন পারফরম্যান্সের পেছনে অনেক বড় কৃতিত্ব দলটির রোমানিয়ান কোচ অ্যারিস্টিকা কিওবার। দায়িত্ব নিয়ে নিজের প্রথম মৌসুমে শীর্ষ চারে থেকে লিগ শেষ করেছেন তিনি। তবে আসছে মৌসুমে ঠিকানা পাল্টে শেখ জামালের কোচের দায়িত্বে দেখা যাবে তাকে।
এবারের লিগে সবাইকে হতাশ করেছে শেখ জামাল। ১০ দলের লিগ শেষ করেছে ৮ম স্থানে থেকে। মৌসুমের শুরুতে মেসিডোনিয়ান কোচ মারজান সেকুলভস্কিকে নিয়োগ দিলেও পারিবারিক সমস্যার কারণে প্রথম লেগ শেষ হওয়ার আগেই দল ছাড়েন তিনি। এরপর দ্বিতীয় লেগে তাদের কোচের দায়িত্ব সামলান জুলফিকার মাহমুদ মিন্টু। তবে বাজে পারফরম্যান্সের কারণে মিন্টুর উপর আস্থা রাখতে পারেনি দলটি। তাই পুলিশ এফসি থেকে অ্যারিস্টিকা কিওবাকে কোচের দায়িত্ব দিচ্ছে শেখ জামাল।
উয়েফা প্রো লাইসেন্সধারী এই রোমানিয়ান কোচ পুলিশের দায়িত্ব নেওয়ার আগে ঘানা, ওমান, কুয়েত, জর্ডানসহ বেশ কয়েকটি দেশের ক্লাবে কোচের দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞ এই কোচ খেলোয়াড়ী জীবনে ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন, খেলেছেন রোমানিয়া, চীন, সৌদি আরবের কিছু ক্লাবে। এবার দেখার বিষয়, কোচ বদলে ভাগ্য বদলাতে পারে কিনা শেখ জামাল।