বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়েছে নতুন কমিটি। এরইমধ্যে সাব-কমিটিগুলো পূর্ণ হতে শুরু করেছে। বাফুফের অন্যতম গুরুত্বপূর্ন মহানগরী লিগ কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। যে কমিটির অধীনে প্রথম বিভাগ (সিনিয়র ডিভিশন), দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ লিগের মত গুরুত্বপূর্ন লিগ আয়োজিত হয়।

বাফুফের নতুন সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। কো-চেয়্যারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাফুফে সাবেক সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান। তাছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আরো ৭ জন।

তারা হলেন যাত্রাবাড়ী ক্রীড়া সংঘের মোবারক হোসেন, আরামবাগ ক্রীড়া সংঘের ইয়াকুব আলী, মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের শরীফ আজিজুল হাসান, দিপালী যুব সংঘের সফিকুল আযম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যানেজার আরিফুল ইসলাম ও দুই ক্রীড়া সংগঠক মোতাছিম বিল্লাহ ও মিজানুর রহমান ভুঁইয়া।

নতুন কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা শেষে জানানো হয়, শুধুমাত্র ফিন্যান্স কমিটির মেয়াদ ৪ বছর নির্ধারিত হয়েছে। বাকি কমিটিগুলো এক বছরের জন্য। এক বছর পর মূল্যায়নের প্রেক্ষিতে নবায়ন করা হবে। তাই আগামী এক বছর মহানগরী লিগ কমিটির দায়িত্ব পালনে সফলতাই তাদের পরবর্তী ভাগ্য নির্ধারণ করবে।

ইতিমধ্যেই আসছে রোববার মহানগরী লিগ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। যেখানে স্থগিত থাকা প্রথম বিভাগ লিগের ভাগ্য নির্ধারণ হতে পারে।

Previous article২৯ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত!
Next articleফর্টিসের প্রথম জয়;পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাদার্স!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here