আজ ৩ অক্টোবর বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ঢাকার প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে। দুপুর দুইটা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। ১৩৯ জন ডেলিগেটসহ সকল প্রার্থীরা সেখানেই অবস্থান করছেন। তবে সেখানে এসে উপস্থিত হয়েছে সালাউদ্দিন হটাও, ফুটবল বাঁচাও আন্দোলনকারী কিছু তরুণ। হোটেলের গেইটের বাহিরে ব্যানার নিয়ে অবস্থান করছে তারা।
নির্বাচনের আগেও তারা বিভিন্ন কর্মসূচি করেছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন শুরুর পর প্রেসক্লাবের সামনে তারা বিভিন্ন সময় আন্দোলন করেছিলো। ব্যারিস্টার সুমন, কায়সার হামিদের এর মত আরো অনেকে তাদের সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়ায়।
সাধারন ফুটবল প্রেমীরা আন্দোলন করলেও সব কিছুই নির্ভর করছে ১৩৯ ভোটারের উপর। সকলেই জানতে অপেক্ষায় রয়েছে কে হবে আগামী চার বছরের জন্য বাংলাদেশ ফুটবলের অভিভাবক।