আজ থেকে শুরু হচ্ছে বসুন্ধরা কিংসের এএফসি কাপ ২০২১ এর যাত্রা। গ্রুপ ডি এর প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০ টায় মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে স্বাগতিক মাজিয়া স্পোর্টস এর বিপক্ষে।
আন্তর্জাতিক স্তরের টুর্নামেন্ট ও গ্রুপের সকল দলই প্রায় একই স্তরের। তাই সেরা হওয়ার লড়াইটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না। ঠিকই একই ভাবেই বিষয়টা দেখছেন কিংস অধিনায়ক তপু বর্মনও। তবে নিজেদের প্রস্তুতির কারণে আশাবাদী এই ডিফেন্ডা অফসাইডকে বলেন, ‘আমাদের অনেক ভালো প্রস্তুতি হয়েছে। এএফসি কাপ নিয়ে আর আসলে আমাদের প্রস্তুতি ভালো হওয়ার কারণ হলো আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছি লোকাল লিগে এবং এর পরপরই আমরা এই জায়গায় এসেছি। এই প্রক্রিয়ায় আমাদের সকলের আন্তর্জাতিক ম্যাচ খেলার ফিটনেস তৈরি হয়েছে বলে আমি মনে করি।’
নিজেরা আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে ঠিকই সমীহ করছে বসুন্ধরা কিংস। তাদের ঘরের মাঠে মাজিয়া কতটা শক্তিশালী তা জানে বাংলাদেশের প্রতিনিধিরা। তপু বলেন, ‘মাজিয়া স্পোর্টস সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। ওদের জাতীয় দলের (মালদ্বীপ) অনেক খেলোয়াড় আছে এবং বিদেশীরাও অনেক ভালো। কঠিন প্রতিপক্ষ তারা। অবশ্যই একটি আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’
তবে পজিটিভ রেজাল্টই পেতে চান তপু বর্মনরা, ‘আশা করি আমাদের যেই খেলোয়াড় এবং খেলোয়াড়দের যে আত্মবিশ্বাস আছে, অবশ্যই আমরা একটা পজিটিভ রেজাল্ট করতে পারবো।’
টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচের জন্য পরবর্তী সব ম্যাচের জন্যই আত্মবিশ্বাসের যোগান দিবে। তাই কোচ-খেলোয়াড়দের পাশপাশি সমর্থকরাও চাইবে একটি ভালো ফলাফল। বিষয়টি শুধু বসুন্ধরা কিংসের সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের অন্য ক্লাবের সমর্থকরা মনে প্রানে কিংসের জয় চাইছে। কেননা তারাই তো এই টুর্নামেন্টে লাল-সবুজের প্রতিনিধি।