নামে ভারে এবারের এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষের ধারে কাছেও নেই বাংলাদেশ। তারপরও সামনে যখন এশিয়ান কাপের মূল পর্বে খেলার হাতছানি, বাংলাদেশও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। কিন্তু সেইসাথে বাস্তবতাকে অস্বীকার করারও সুযোগ নেই। তাইতো মূল লড়াইয়ে নামার আগে শিষ্যদের দিয়ে কিভাবে প্রতিপক্ষকে আটকে রাখা যায়, সে পরিকল্পনাই করছেন জিকো-জামালদের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। এশিয়ান কাপ বাছাইয়ে বুধবার বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে এই গ্রুপের সেরা দল বাহরাইন। এশিয়ার অন্যতম সেরা ‘পাওয়ার হাউজ’ বাহরাইনের বিপক্ষে প্রায় ১০০ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের লড়াইটা নিশ্চয়ই সহজ হবে না। তারপরও আশা দেখাচ্ছেন লাল সবুজের কোচ এবং অধিনায়ক।
কঠিন প্রতিপক্ষ হলেও বাংলাদেশের চাওয়া লড়াকু পারফরম্যান্স উপহার দেওয়া। আর নেই চাওয়ার পেছনে বাংলাদেশের সবচেয়ে বড় আত্মবিশ্বাস ইন্দোনেশিয়ায় বিপক্ষে ড্র করা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, “অন্য দল মনে করতে পারে বাংলাদেশ সহজ টার্গেট। তবে আমরা কম নই। আমাদের খেলোয়াড়দের মনে কিছু লুকানো আছে। আমরা সারপ্রাইজ দিতে চাই। আমাদের জন্য বড় ম্যাচ অপেক্ষা করছে।”
জামাল ভুঁইয়াদের কোচ হাভিয়ের ক্যাবরেরাও চান দলের সবাই মিলে একটা লড়াকু পারফরম্যান্স উপহার দিতে। সংবাদ সম্মেলনে ক্যাবরেরার কথায় স্পষ্ট ম্যাচ নিয়ে তার পরিকল্পনা। বাংলাদেশ কোচের চাওয়া জামালরা প্রতিপক্ষ বা ফলাফলের কথা না ভেবে ম্যাচে সেরাটা দিয়ে পরিকল্পনা অনুযায়ী নিজেদের স্বাভাবিক খেলাটা খেলুক, “এখন আমাদের ভাবা উচিত নিজেদের নিয়ে, পরিকল্পনাগুলোর উন্নতি করার দিক নিয়ে এবং এটাই আমাদের বাছাইয়ের দলগুলোর বিপক্ষে ভালো লড়াইয়ের সুযোগ করে দেবে। বাহরাইনের বিপক্ষে আমরা একই পরিকল্পনা নিয়ে খেলবো (ইন্দোনেশিয়া ম্যাচের পরিকল্পনা)। দলের কাছে আমি ভালো পারফরম্যান্স চাই।”
বাহরাইন ম্যাচ সামনে রেখে মালয়েশিয়ায় প্রস্তুতিটা খারাপ হয়নি বাংলাদেশের। কোচিং স্টাফের সদস্যরা চেষ্টা করেছেন বাহরাইনের পূর্ববর্তী খেলার ভিডিও দেখে তাদের আটকানোর ছক তৈরি করতে। কোচিং স্টাফদের সেই পরিকল্পনা এখন মাঠে প্রয়োগ করার অপেক্ষায় জামাল, “ভিডিও সেশন হয়েছে। কোচের নির্দেশনায় আমরা পুরোপুরি প্রস্তুত। কিছু সমস্যা আছে, সবারই তা থাকে। এ নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। আমি আত্মবিশ্বাসী পরিকল্পনা মতো খেলতে পারলে ভালো কিছু হবে।”
সব কিছু মিলিয়ে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে লড়াকু ফুটবল খেলার আশা বাংলাদেশের। সেইসাথে ফুটবলারদের চাওয়া মালয়েশিয়াতে থাকা প্রবাসী বাংলাদেশিরা যাতে মাঠে এসে তাদের সমর্থন জানান। বিদেশ-বিভুঁইয়ে বাংলাদেশিদের এই সমর্থনেই হয়তো ‘অধটন’ ঘটিয়ে ফেলতে পারে লাল সবুজের প্রতিনিধিরা।