উৎসবের আমেজে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে গোটা দেশ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রাও।
বাংলাদেশ নারী ফুটবল দলের ডিফেন্ডার আফঈদা খাতুন প্রথমবারের মতো নববর্ষের র্যালিতে অংশ নিয়ে অভূতপূর্ব আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন,
“এবারই প্রথম আমি সতীর্থদের সঙ্গে নববর্ষের র্যালিতে অংশ নিলাম। শাহবাগে গিয়ে হৈ-হুল্লোড় করেছি, ছবি তুলেছি এবং অনেক মজা করেছি। দারুণ লাগছে, একদম নতুন অনুভূতি। ভিন্নভাবে পহেলা বৈশাখ পালন করলাম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমাদের জন্য দোয়া করবেন।”
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে র্যালিতে অংশ নেওয়া আফঈদার সতীর্থরা, যেমন স্বপ্না, মুনকি, রিপা এবং আইরিন, তাদেরও ছিল আনন্দের সীমা। তারা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন এবং বাদ্য-বাজনার সঙ্গে তালে তালে করতালি দিচ্ছিলেন। বিশেষ দিনটি তারা একসাথে উদযাপন করে, যা তাদের জন্য ছিল একটি আনন্দময় অভিজ্ঞতা।
শাহেদা আক্তার রিপা, যিনি এই প্রথমবারের মতো এমন উদযাপনে অংশ নিয়েছেন, উচ্ছ্বাসিত হয়ে বলেন,
“এখানে এসে খুব ভালো লাগছে, সবাই মিলে নববর্ষ উদযাপন করছি। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।”
জাতীয় দলের জার্সি ও কালো প্যান্ট পরে নারী ফুটবলাররা মনোযোগের সঙ্গে ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত উপভোগ করেন।