অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছে ফিন্ডল্যান্ড প্রবাসী তারিক কাজী। বসুন্ধরা কিংসের এই খেলোয়াড় গতকাল ক্যাম্পে এসে যোগ দেন। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

জাতীয় দলের ক্যাম্প আগেই শুরু হলেও গতকালই যোগ দিয়েছে বসুন্ধরা কিংসের ১২ জন ফুটবলার। দলে সুযোগ পাওয়া মাসুক মিয়া জনি ও মতিন মিয়া ক্যাম্পে যোগ দিবেন না। মূলত সদ্য ইনজুরি কাটিয়ে ফেরা এই দুইজনকে ক্লাব ক্যাম্পে যোগদানের অনুমতি দেয় নি।

তবে ক্যাম্পে এসে খুশি তারিক। সংবাদমাধ্যমকে তারিক জানান, ‘অনেক ভালো লাগছে ক্যাম্পে যোগ দিয়ে। সকালে এসেছি। এখন কোয়ারেন্টিনে থাকতে হবে। নেপাল ম্যাচ সামনে রেখে একসঙ্গে কাজ করতে হবে। ম্যাচ জিততে হবে। তার আগে মূল দলে জায়গা করে নেওয়ার বিষয়টিও আছে।’

তারিক কাজী ফিনল্যান্ডের বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও খেলেছেন ফিনল্যান্ডে টপ ডিভিশন ফুটবল। গত মৌসুমে যোগ দেন বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে।

Previous articleসাইফের দায়িত্বে পূর্বে বিতর্কিত হওয়া পল পুট!
Next articleম্যানেজারের পাশাপাশি নির্বাচক কমিটিও আনছে ফেডারেশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here