২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের ম্যাচে দোহায় আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও কাতার। প্রথমার্ধ শেষে দুই গোলে পিছিয়ে জামাল ভুঁইয়ার দল।

ম্যাচে শুরু থেকে নিজেদের পায়ে বল রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এশিয়ার চ্যাম্পিয়ন কাতার। ম্যাচে ৪ মিনিটেই একটি ক্রস থেকে আসা বলে কাতারের আলাদিনের হেড সাইড পোস্টে লেগে ফিরে আসলে রক্ষা পায় বাংলাদেশ। তবে ম্যাচে লিড নিতে দেরী করেনি কাতার। ৯ মিনিটে গোল করেন হাতিম।

এগিয়ে গিয়ে দুই উইং ব্যবহার করে একের পর এক আক্রমন সাজিয়ে যায় কাতার।  ক্রস থেকে আবারো একটি হেড করেন আলাদিন। তবে জিকো সে যাত্রায় রক্ষা করেন। এছাড়া পুরো সময় ধরে বল ক্লিয়ার করতে ব্যস্ত ছিলো বাংলাদেশের ডিফেন্ডাররা। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করে কাতার। বা প্রান্তে বক্সের একটু বাইরে থেকে কোনাকুনি শটে বল জালে জড়ান আকরাম আফিফ।

এরপরও নিজেদের আক্রমনের ধারা বজায় রাখে কাতারের ফুটবলাররা। পক্ষান্তরে প্রতিপক্ষের পরীক্ষা নেয়ার মতো কোন আক্রমন করতে পারেনি বাংলাদেশ দল। এতে প্রথমার্ধ ২-০ গোলে পিছিয়ে থেকে শেষ করে জেমি ডে’র শিষ্যরা।

Previous articleআজ গোল ঠেকানোর দায়িত্বে থাকতে পারেন জিকো!
Next articleকাতারে বড় হার জামাল ভুঁইয়াদের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here