বাংলাদেশ প্রিমিয়ার লীগে আজ উত্তর বারিধারা বনাম আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সালমা আক্তার মনি। বাংলাদেশ প্রিমিয়ার লীগে কোনো মহিলা রেফারির সহকারী রেফারির দায়িত্ব পালন এটিই প্রথম।
২০১৯ সালের আগস্ট মাসে সালমা ফিফার মহিলা সহকারী রেফারির স্বীকৃতি লাভ করেন। এরপর কয়েকবার ভিন্ন লিগে দায়িত্ব পালন করলেও বাংলাদেশ প্রিমিয়ার লীগে এটিই প্রথম ছিলো। দেশে বিদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে সালমার। বাংলাদেশ প্রিমিয়ার লীগে প্রথমবারের মতো এমন দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।
এদিকে আজকের ম্যাচের পুরো ভিডিও ফিফার কাছে পাঠানোর কথা জানিয়েছে বাফুফে। সবুজ সংকেত মিললে পূর্ণ আন্তর্জাতিক রেফারির স্বীকৃতিও মিলতে পারে সালমার।