গত ২৭ নভেম্বর স্বাধীনতা কাপ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবলের ২০২১-২২ ফুটবল মৌসুম। স্বাধীনতা কাপের পর মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপও। ঘরোয়া ফুটবল ক্যালেন্ডারের দুই গুরুত্ব টুর্নামেন্টের সমাপ্তির পর এবার পালা বাংলাদেশ প্রিমিয়ার লিগের। এরইমধ্যে ঘরোয়া ফুটবল ক্যালেন্ডারের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ফুটবল আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের দিনক্ষণ চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী ৩ ফেব্রুয়ারী থেকে মাঠে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় এবার ‘হোম অফ ফুটবল’- এ কোনো ম্যাচই অনুষ্ঠিত হবে না। আর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজনের চিন্তা ভাবনা থাকলেও ক্লাবগুলো রাজি না থাকায় সে চিন্তা ত্যাগ করতে হয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটির। এরইমধ্যে কমলাপুরের মেয়াদোত্তীর্ণ টার্ফে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ খেলে ইনজুরিতে পড়েছেন বেশ কিছু ফুটবলার। স্বাধীনতা কাপে অংশ নিলেও কমলাপুরের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফেডারেশন কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় বসুন্ধরা কিংস, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা। তাইতো ফুটবলের দুই মূল ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না এই মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ।
ভেন্যুর বিষয়ে আগামি সভায় সিদ্ধান্ত হবে। তবে সম্ভাব্য ভেন্যু হিসাবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভেন্যুর তালিকায় চমক হিসেবে যুক্ত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হোম ভেন্যু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। এছাড়া সিলেট জেলা স্টেডিয়ামকে ভেন্যু হিসাবে নিতে পারে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। এছাড়া সাইফ, শেখ জামাল হোম ভেনু হিসেবে চায় মুন্সিগঞ্জকে,পুলিশের পছন্দ রাজশাহী,কুমিল্লাতেই থাকার ইচ্ছে মোহামেডানের
টঙ্গীতে খেলতে চায় বারিধারা, রহমতগঞ্জ ও স্বাধীনতা।
মুক্তিযোদ্ধা ফিরতে চায় গোপালগঞ্জে সাথে দেখা যেতে পারে শেখ রাসেলকে।