১৯৮০ সালের পর আবারো এশিয়ান কাপের মূল পর্বে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। মালয়েশিয়ায় এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইপর্বে স্বাগতিক মালয়েশিয়া, তুর্কেমিনিস্তান ও বাহরাইনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আগামী জুনের সেই বাছাইপর্বকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতিতে নজর দিতে চায় ফেডারেশন। সে লক্ষে আগামী মার্চে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
মালদ্বীপে ২৪ মার্চ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ঢাকায় ফিরে সরাসরি সিলেট যাবে দল। সেখানে মঙ্গোলিয়ার বিপেক্ষে ২৯ মার্চ হবে আরেকটি প্রীতি ম্যাচ। ম্যাচ দুটি সামনে রেখে মঙ্গলবার ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেনবাংলাদেশের নতুন কোচ হাভিয়ের কাবরেরা। প্রথমবারের মত জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ২১ বছর বয়সী মিডফিল্ডার মেরাজ হোসেন অপি ও বাংলাদেশ পুলিশ এফসির ২২ বছর বয়সী ডিফেন্ডার ইশা ফয়সাল।
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা ও শহিদুল আলম সোহেল।
ডিফেন্ডার: তারিক কাজী, টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ,ইসা ফয়সাল, রায়হান হাসান ও নাসিরুল ইসলাম নাসির।
মিডফিল্ডার: জামাল ভুঁইয়া, মেরাজ হোসেন অপি, সোহেল রানা, মাসুক মিয়া জনি ও আতিকুর রহমান ফাহাদ।
ফরোয়ার্ড: সুমন রেজা, বিপলু আহমেদ,জুয়েল রানা, রাকিব হোসেন,নাবীব নেওয়াজ জীবন, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।