মালেশিয়ার পর এবার বাংলাদেশ নারী ফুটবলারদের নতুন চ্যালেঞ্জ সিঙ্গাপুর। ফেব্রুয়ারিতে ‘ফিফা টায়ার-১‘ প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের মাটিতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ১৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাবে সাবিনারা। ১৮ ফেব্রুয়ারি ফিফা টায়ার-১ ম্যাচটি অনুষ্ঠিত হবে।’
বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে একটি ম্যাচ রাজি হলেও পরোক্ষভাবে দুইটি ম্যাচে খেলবে সিঙ্গাপুর। যার মধ্যে একটি ম্যাচে দুই দলই তাদের মূল দল নিয়ে লড়বে এবং অপরটিতে মূল দলের বাকি সদস্যরা অংশ নিবে। এই প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘গত ৫ ফেব্রুয়ারি সকালেও আমরা সিঙ্গাপুরকে অনুরোধ করেছিলাম দুটি ম্যাচ আয়োজন করতে। তবে তারা একটি ম্যাচের বেশি খেলতে রাজি হয়নি। ১৯ ফেব্রুয়ারি আরেকটি ম্যাচ হবে দুই দেশের অবশিষ্ট একাদশ নিয়ে। সেটা হবে প্রস্তুতি ম্যাচ। যে ম্যাচের কোনো মিডিয়া কাভারেজও হবে না।’
এছাড়া কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে কম্বোডিয়ার ফুটবল সংস্থার প্রাথমিকভাবে কথা বলেছে বাফুফে। তবে দিন-তারিখ এখনো ঠিক হয় নি। মাহফুজা আক্তার কিরণ জানান ম্যাচ প্রসঙ্গে বাফুফে মার্চের কথা বললেও সিঙ্গাপুর এপ্রিলে আসার কথা বলেছে। কিরণ আরো জানান সিঙ্গাপুর ফুটবল দল যদি মার্চে বাংলাদেশে আসতে পারে তাহলে বাফুফে দুইটি প্রীতি ম্যাচের আয়োজন করবে।