ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবল খেলা চালানোর জন্য ফতুল্লার স্টেডিয়াম চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে ফোনে আলাপ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে ফতুল্লার খাঁন সাহেব ওসমান আলী স্টেডিয়াম পেতে বিসিবি’র নয়, অনুমোদন লাগবে জাতীয় ক্রীড়া পরিষদের, এমনটাই জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
ক্রীড়া পরিষদে আবেদন করলে সাড়া পেতে পারে ফুটবল ফেডারেশন। প্রতিমন্ত্রী বলেন, ‘যদি ফুটবল ফেডারেশন এটি ব্যবহার করতে চায়, যেহেতু এটি(স্টেডিয়াম) মোটামুটি অব্যবহারিত অবস্থায় আছে এবং ক্রিকেট বোর্ডের যদি সমস্যা না থাকে তাহলে আমরা আলোচনা করে অনুমোদন দিতে পারবো।’
এছাড়া নিজেরা সংস্কার করেই মাঠটি ব্যবহার করতে চায় ফুটবল ফেডারেশন। বাফুফে’র সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন পূর্ণ দায়িত্ব নিয়ে মাঠ তৈরি করে ব্যবহার করবে।’