ঘরের মাঠে ‘অপেশাদার‘ মঙ্গোলিয়ার বিপক্ষে দাপুটে জয় পাবে বাংলাদেশ, এমনটাই ভেবে নিয়েছিল সিলেটের ফুটবল প্রেমীরা। জামাল-বিপলুদের জয় দেখার আসায় সিলেট জেলা স্টেডিয়ামে অনেকটা উপচে পড়া দর্শক উপস্থিতিই ছিলো। কিন্তু দিন শেষে দাপট দেখিয়েও ‘ড্র’ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। পুরো ম্যাচ জুড়ে বেশ কিছু সহজ গোলের সুযোগ মিস করে জয় হাতছাড়া করার পরও খেলোয়াড়দের নিয়ে গর্বিত বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা; অপরদিকে মঙ্গোলিয়ার কোচ ওতসুকা ইচিরোর কাছে এই ড্র ‘নতুন ইতিহাস’!

ফিফা রেংকিংয়ে বাংলাদেশের চাইতে ২ ধাপ এগিয়ে থাকা মঙ্গোলিয়ার জাপানি কোচ ওতসুকা ইচিরো ড্র করেই বেজায় খুশি। ইচিরো মনে করছেন আরও একটি ইতিহাস হলো, “এবার নতুন ইতিহাস সৃষ্টি করেছি আমরা। আমি এই ফলে খুশি। এই ড্র অনেকটা জয়ের মতোই বলবো। আমার অধীনে দ্বিতীয় ম্যাচে মঙ্গোলিয়া ‘পয়েন্ট’ পেলো। এটা আমার জন্য আনন্দের।”

অপরদিকে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরার সুযোগ ছিল নিজের বাংলাদেশের কোচ হিসেবে নিজের দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নেওয়ার। সে পথে এগুচ্ছিলও বাংলাদেশ। কিন্তু ফরোয়ার্ডদের ব্যার্থতায় আর গোল পাওয়া হয়নি। তবুও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাভিয়ের ক্যাবরেরা ফরোয়ার্ডদের পক্ষেই কথা বলেছেন, “ফরোয়ার্ডদের পারফরম্যান্সে খুশি। যদিও তারা গোল পায়নি। খেলোয়াড়রা ভালো খেলেছে। অনেক ভালো দিক আছে। মাঠে দর্শকরা এসেছে। আমাদের সমর্থন করছে। এটা ভালো দিক।”

মঙ্গোলিয়ার বিপক্ষে ড্র হওয়া ম্যাচ থেকে অনেক কিছু নেওয়ার আছে বলে মনে করেন ক্যাবরেরা, “মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল একরকম, এখানে অন্যরকম। তবে খেলোয়াড়রা প্রমাণ করেছে তারা মানিয়ে নিতে শুরু করেছে। অবশ্যই জয় ছিল মূল লক্ষ্য, সেটা না পেলেও এ ম্যাচগুলো থেকে নেওয়ার মতো অনেক ইতিবাচক দিক আছে, যেগুলো সামনের পথচলায় কাজে দেবে।”

Previous articleবাঘের আঘাতে টলে নি মঙ্গোলীয় প্রাচীর
Next articleব্যর্থতায় নিমজ্জিত দেশের ফুটবল; কবে চোখ খুলবে ফেডারেশনের?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here