বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অবনমন থেকে বাঁচার লড়াইয়ে থাকা ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসি।
টানা চতুর্থ জয়ের লক্ষ্যে মাঠে নামা ফর্টিস ম্যাচের ৩৩তম মিনিটেই এগিয়ে যায়। ফরহাদ মনার লং পাস ধরে রক্ষণভাগের খেলোয়াড় রফিকুলকে কাটিয়ে বক্সে ঢুকে নিখুঁত কোনাকুনি শটে গোল করেন ডেভিড এফিগুয়ে।
তবে দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় ফর্টিস। ৫৬তম মিনিটে নিজের ডিবক্স থেকে অনেকটা এগিয়ে এসে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে ভুল করেন ফর্টিস গোলরক্ষক সারোয়ার হোসেন। সতীর্থের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে গিয়ে সেন্টারের কাছাকাছি জাহেদুল আলমের চার্জে বল হারান তিনি এবং পরে বল হাতে ধরায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এতে ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস।
সংখ্যাগত এই সুবিধা কাজে লাগায় ফকিরেরপুল। ৬৫তম মিনিটে মোহাম্মদ ফোফানার ডান দিক থেকে বাড়ানো ক্রস দুই ডিফেন্ডারের ফাঁক গলে পেয়ে কোনাকুনি শটে গোল করেন বেন ইব্রাহিম, ম্যাচে ফিরিয়ে আনেন সমতা।
এই ড্রয়ের মাধ্যমে টানা দুই হারের পর একটি পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হলো ফকিরেরপুল। বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। অন্যদিকে, ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ফর্টিস আছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে।
দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জাখোনগির কুরবোনবোয়েভের একমাত্র গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পুলিশ এফসি আছে চতুর্থ স্থানে। ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ঢাকা ওয়ান্ডারার্স।