ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে আছে বসুন্ধরা কিংস। ইতিমধ্যেই দলটি এই মৌসুমের স্বাধীনতা কাপের পর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) -এর শিরোপা জিতেছে। বর্তমানে ট্রেবল জয়েত পথে বসুন্ধরা কিংসের সামনে একমাত্র বাধা মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারাতে পারলেই প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদ পাবে বসুন্ধরা কিংস।

ফেডারেশন কাপ ফাইনালে জয় পেতে বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব দুইদলই মরিয়া হয়ে উঠেছে। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তাই তো ফেডারেশন কাপের শিরোপা জিতে মৌসুম শেষ করতে দুইদলই বদ্ধপরিকর। তবে কিংস-মোহামেডানের ফাইনাল ম্যাচের লড়াই এখন মাঠের মধ্যে সীমাবদ্ধ নেই, এই লড়াইয়ের উত্তাপ এখন ফেডারেশন পর্যন্ত ছড়িয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের দাবি মতে এবারের মৌসুমে নির্দিষ্ট কয়েকজন রেফারি দ্বারা বসুন্ধরা কিংসের ম্যাচগুলো পরিচালিত হয়েছে। তাই তারা ফেডারেশন কাপের ফাইনালে রেফারি নিয়ে প্রশ্ন তুলেছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব বসুন্ধরা কিংসের ম্যাচ পরিচালনা করা সেই সকল নির্দিষ্ট কিছু রেফারি নাম উল্লেখ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-কে চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখিত রেফারিরা হলেন- আলমগীর সরকার, নাসির উদ্দিন, আনিসুর রহমান সাগর ও জি এম চৌধুরী নয়ন। এছাড়া মোহামেডান কর্তৃপক্ষ জানায় ফেডারেশন যেনো সেসকল নির্দিষ্ট রেফারিকে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেয়। এর পিছনে যথাযথ কারণও উল্লেখ করেছে দলটি। তাদের মতে খেলা সুন্দরভাবে পরিচালনা জন্য নির্দিষ্ট সেকল রেফারিকে তারা চায় না।

Previous articleকবে ফিরছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, জানালেন পাপন
Next articleহামজার পাশাপাশি দিয়াবাতেকে নিয়েও কাজ করছে বাফুফে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here