সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল নিয়মিত সাফল্য পেয়ে আসছে। তাই আগামীকালও আরেকটি সাফল্যের অপেক্ষায় সকলে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-১৯ উইমেন’স চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু মেয়েদের উপর বেশ আস্থা রাখছেন,
‘মেয়েদের উপর বাড়তি কোনো চাপ নেই। মেয়েদের মেন্টালিটি অন্য রকম। খুব বেশি কিছু বলার প্রয়োজন নেই।’
এবারের রাউন্ড রবিন লিগে দেখা হয়েছিল দুই দলের, সেখানে বিজয়ের হাসি বাংলাদেশের। সাগরিকার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল আফিদা’রা। ফাইনাল এ নিয়ে ভারতের কোচ শুক্লা দত্তের কণ্ঠে প্রতিশোধের ঝাঁঝ নেই, কিন্তু ওই হারের ক্ষত যে এখনও শুকায়নি, তা পরিষ্কার।
‘প্রতিশোধ…এই মানসিকতা আমার মধ্যে নেই। খেলতে এসেছি, খেলব। আবার বাংলাদেশের সাথে দেখা হচ্ছে (ফাইনালে), সেটাই বড় ব্যাপার। আমারও ভালো লাগবে বাংলাদেশের সাথে আবারও খেলতে, একটা ম্যাচ ওদের বিপক্ষে খেলেছি (হেরেছি), দেখা যাক, ফাইনালে কী হয়।’
বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু অবশ্য ভারতের প্রতি সমীহ থাকলেও তাদেরকে হারিয়ে শেষটা রাঙানোর লক্ষ্য জানিয়েছেন,
‘ভারতের বিপক্ষে প্রথম যে ম্যাচটা খেলেছিলাম, সেখানেই তো বুঝেছিলাম কঠিন প্রতিপক্ষ। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছিল ওটা। ফাইনালেও ভারতকে সমীহ করতে হবে। ওভাবে নিজেদের খেলাটা খেলতে হবে।’
বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকারের কন্ঠেও একই সুর,
‘ফাইনাল বলে বেশি চাপ নিচ্ছি না। কঠোর পরিশ্রম করছি সেই আত্মবিশ্বাস রেখে মাঠে নামব।’