তিন কিস্তিতে ফিফা থেকে ১৩ লক্ষ ৪৭ হাজার টাকা পেয়েছেন জাতীয় দলের মিডফিল্ডার মাসুক মিয়া জনি৷ আজ তৃতীয় কিস্তির ৫ লক্ষ ৪৭ হাজার টাকা তার ক্লাব বসুন্ধরা কিংসের একাউন্টে জমা হয়েছে বলে জানা গিয়েছে।

ইনজুরি হওয়ার পর গত ফেব্রুয়ারীতে প্রথম কিস্তির চার লক্ষ টাকা পান জনি। এপ্রিলে দ্বিতীয় কিস্তির চারলক্ষ এবং সোমবার শেষ অংশের পাঁচ লক্ষ সাতচল্লিশ টাকা পান জনি।

গত আগষ্টে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নিজ সতীর্থ বিশ্বনাথ ঘোষের সাথে সংঘর্ষ হয়ে পায়ের লিগামেন্ট ছিড়ে যায় জনির। জাতীয় দলের খেলায় বা কোনো ক্যাম্পে কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে ফিফা অনুদান দিয়ে থাকে। বাফুফে তার ইনজুরির পর চিকিৎসার উদ্যোগ নিলে ফিফা তাকে এই অনুদান দেয়।

ফিফার অনুদান পাওয়ায় বাফুফে এবং নিজের ক্লাব বসুন্ধরা কিংসের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনি৷ তিনি বলেন, ‘বাফুফের উদ্যােগ এবং বসুন্ধরার সহযোগীতায় এই সহযোগীতা পেয়েছি। এখন যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই আমি।’ তিনি আরো বলেন তার পায়ের অবস্থা আগে থেকে এখন ভালো। তাকে যদি ক্যাম্পে ডাকা হয় তাহলে তিনি আরেকটি এমআরআই করে ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়ে আশাবাদী।

Previous articleবিদেশী বাদ দিয়ে টুর্নামেন্ট চান ওয়ালি ফয়সাল
Next articleএএফসি কাপেও থাকবে বিশেষ নিয়ম!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here