দেশব্যাপী ব্যক্তি উদ্যোগে প্রায় দুইশ’ একাডেমী বাফুফের তালিকাভুক্ত। সেই একাডেমিগুলো নিয়ে প্রথমবারের মতো একটি অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজন করছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রায় সাড়ে ৪ হাজার কিশোর নিয়ে দেশব্যাপি ফুটবল উৎসব শুরু হচ্ছে ১৯ ডিসেম্বর।
‘বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ-২০২৩-২৪’ নামে বাফুফে নিবন্ধিত একাডেমিগুলোর মধ্যে ১৬৯ টি নিয়ে হবে এই টুর্নামেন্ট । আজ বাফুফে ভবনে বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশিপের ড্র ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক এই টুর্নামেন্ট সম্পর্কে বলেন,
‘আমাদের তালিকাভুক্ত একাডেমীদের এন্ট্রি আহ্বান করেছিলাম। এর মধ্যে ১৭০ টি একাডেমী টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। ২৪ জোনে (অঞ্চলে) এই খেলাগুলো অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা মেধাবী ফুটবলারদের এলিট একাডেমীতেও জায়গা দিতে পারব।’
তিনি আরো বলেন,
‘ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমের আওতায় এই টুর্নামেন্ট আয়োজনের পুরো অর্থ দিচ্ছে ফিফা। পরিমাণ কোটি টাকার কাছাকাছি। কেবল এবারই নয়, প্রতি বছরই এই টুর্নামেন্ট আয়োজনের অর্থ পাওয়া যাবে ফিফার কাছ থেকে।’
১৯ ডিসেম্বর কমলাপুর স্টেডিয়ামে এই একাডেমি টুর্নামেন্ট শুরু হবে। ১৯ জেলার ২৪টি স্থানে ১৭০টি দল গ্রুপ ভিত্তিকভাবে টুর্নামেন্টটি খেলবে। ১৯ জেলার ২৪ টি স্থানে ১৭০ টি দল গ্রুপ ভিত্তিকভাবে এই টুর্নামেন্ট খেলবে। ২৪ জোনের ২৪ চ্যাম্পিয়ন একাডেমী নক আউট পর্ব খেলবে। সেই নকআউটে বিজয়ী ১২ একাডেমী চূড়ান্ত পর্বে উঠবে। চূড়ান্ত পর্ব একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১২ দল দুই গ্রুপে বিভক্ত হবে। প্রতি দল চূড়ান্ত পর্বে পাঁচ ম্যাচ করে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল করে সেমিফাইনালে খেলবে।
অংশ নেওয়া প্রত্যেক একাডেমি পাবে ১০ হাজার টাকা করে। আর চূড়ান্ত পর্বে ওঠা একাডেমিগুলো পাবে ৫০ হাজার টাকা করে। মেধাবী খেলোয়াড় বাছাইয়ের পর নতুন বছর থেকে এলিট একাডেমিতে তাদের অনুশীলনের সুযোগ দেওয়া হবে।