ফিফা থেকে কোভিড-১৯ সহায়তার অর্থের  একটা অংশ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেটি কি ভাবে বণ্টন করা হবে তার  রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, তৃতীয় বিভাগ লিগের ক্লাবগুলো, বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, নারী ফুটবল ও জাতীয় ফুটবল দলের মধ্যে ভাগ করে দেয়া হবে এ অর্থ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাব পাবে ৫ লাখ টাকা করে, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ১২ ক্লাব পাবে ৩ লাখ টাকা করে এবং তৃতীয় বিভাগ লিগের ১৮ ক্লাব পাবে ১ লাখ টাকা করে।

এ ছাড়াও প্রতিটি বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং প্রতিটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রদান করা হবে এক লাখ টাকা করে। জাতীয় ফুটবল দলের জন্য থাকবে ক্ষুদ্র একটা বরাদ্দ। তবে সেটা কত, তা জানানো হয়নি।

সে হিসাবে সবচেয়ে বেশি ১ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা দেয়া হবে নারী ফুটবলকে। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ১৯ লাখ টাকা পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ও তৃতীয় বিভাগ লিগের ক্লাবগুলো। বিভাগ ও জেলা সমূহ পাবে ৭২ লক্ষ টাকা।

প্রথম বিভাগ লিগ, দ্বিতীয় বিভাগ লিগ ও পাইওনিয়ার লিগের দল সমূহের বিষয় কোন সিদ্ধান্ত যানানো হয়নি।

Previous articleডেঙ্গুতে সন্তান হারালেন কোচ পারভেজ বাবু!
Next articleআগামীকাল থেকে মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here