করোনা ভাইরাসের করণে পৃথিবীর সকল ফুটবল সংস্থা ক্ষতিরমুখে পড়েছে। সবাই তাকিয়ে আছে ফিফার দিকে। ফিফা ঘোষনা দিয়েছিলো তারা করোনায় ক্ষতিগ্রন্থদের সাহায্য করবে। ফলে ২১১টি ফুটবল সংস্থার মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও পাচ্ছে ফিফার সাহায্য।

ক্লাবসহ আরো অনেক বিষয়ে ফিফার কাছে অর্থ সাহায্য চেয়েছিলো বাফুফে। সেই অনুযায়ী প্রায় দশ লক্ষ মার্কিন ডলার সাহায্য পাবে তারা। এছাড়াও নারী ফুটবলের জন্য আলাদা পাঁচ লক্ষ টাকা পাবে সকল ফেডারেশন। ফেডারেশনগুলো আয় অনুযায়ী ঋনও দিবে ফিফা। এসবের সাথে বার্ষিক যে অনুদান দিতো ফিফা তাও অব্যহত রাখার ঘোষনা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রনকারী এই সংস্থাটি। কবে নাগাত এই টাকা পাবেন এমন প্রশ্নের উত্তরে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা আশা করছি জুলাইয়ের মধ্যেই এ টাকা পেয়ে যাবো।’

করোনায় ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে ফিফা প্রায় ১৫০ কোটি মার্কিন ডলারের ত্রাণ তহবিল গঠন করেছে।

Previous articleফুটবল মাঠে রোহিঙ্গারা!
Next articleফেরার জন্য প্রস্তুত জনি ও ফাহাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here