ফুটবল ম্যাচ পরিচালনায় আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ব্যাজ পেয়েছেন বাংলাদেশের ১১ জন রেফারি ও সহকারী রেফারি। আজ (৯ এপ্রিল) বিকেল ৫টায় মতিঝিলে বাফুফে ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় – ‘ফিফা রেফারি ও সহকারী রেফারি ব্যাজ প্রদান অনুষ্ঠান ২০২৫’।

এই অনুষ্ঠানের মাধ্যমে ৪ জন রেফারি ও ৭ জন সহকারী রেফারিকে আনুষ্ঠানিকভাবে ফিফা ব্যাজ প্রদান করা হয়। এর মধ্যে দুইজন নতুন রেফারি প্রথমবারের মতো ফিফার স্বীকৃতি পেয়েছেন মোঃ সায়মন হাসান (রেফারি) এবং সোহরাব হোসেন (সহকারী রেফারি)। তাদের এই স্বীকৃতি প্রমাণ করে, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি অর্জন করা সম্ভব।

এছাড়াও যারা পূর্বেই ফিফার তালিকায় ছিলেন, তাদের মধ্য থেকে আবারও ব্যাজ লাভ করেন নাসির উদ্দিন, বিটুরাজ বড়ুয়া, আলমগীর, মনির আহম্মদ ঢালী, এস এম জুনায়েদ শরীফ, নুরুজ্জামান, সুজয় বড়ুয়া, সালমা আক্তার মণি এবং বিকাশ সরকার। উল্লেখযোগ্য বিষয় হলো, সালমা আক্তার মণি এবং মনির আহম্মদ ঢালী ‘এএফসি অভিজাত শ্রেণির’ অন্তর্ভুক্ত, যা তাদের বিশেষ মর্যাদা প্রদান করে।

এই অর্জন শুধু ব্যক্তি পর্যায়ে নয়, বরং দেশের ফুটবলের জন্য এক বিশাল অর্জন। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন এই ১১ জন, যারা এখন থেকে যেকোনো আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মোঃ রেজাউল মাসুদ জাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল, সহ-সভাপতি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান জনাব ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) এবং রেফারিজ কমিটির সদস্যবৃন্দ।

Previous articleসাবিনাদের পর ভুটান লিগে আরো ৪ জনের যাত্রা
Next articleস্টেডিয়াম পরিদর্শনে বাফুফে, মাঠ প্রস্তুতিতে তৎপরতা চলছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here