নভেম্বর ২০২৪ সালে প্রকাশিত সর্বশেষ ফিফা র্যংকিংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৮৫তম স্থানে রয়েছে, যা গত র্যাংকিং থেকে অপরিবর্তিত ।কিন্তু দুই পয়েন্ট বেড়ে তাদের বর্তমান পয়েন্ট ৮৯৮.৮০। এই অগ্রগতির পেছনে সাম্প্রতিক কিছু ম্যাচের ইতিবাচক ফলাফল ভূমিকা রেখেছে।
বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে জয়লাভ করে যা দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে। এছাড়া এশিয়ান অঞ্চলের টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখিয়েছে। তবে, কিছু আন্তর্জাতিক ম্যাচে হারলেও দলের রক্ষণভাগের স্থিতিশীলতা এবং আক্রমণের উন্নতি লক্ষ্যণীয়।
এই ধারাবাহিকতা বজায় রাখতে কোচিং স্টাফ দলকে মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত করছে। সামনের ম্যাচগুলোতে ভালো ফলাফল আনতে জাতীয় দলে কিছু নতুন প্রতিভা অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
অন্যদিকে বাংলাদেশের সাথে শেষ খেলে যাওয়া দল মালদ্বীপের-ও র্যাংকিংয়ে এ এক ধাপ উন্নতি হয়েছে। মোট পয়েন্ট থেকে দুই পয়েন্ট কমলেও রেংকিং এ উন্নতি হয়েছে এক ধাপ, উল্লেখ্য গত এক বছর যাবত তারা ফুটবল থেকে দূরে, সাথে তাদের দেশের লীগের অবস্থাও সূচনীয়। তাই এই রেংকিং তাদের জন্য গর্বের-ই বলা চলে। তাদের বর্তমান রেংকিং একধাপ এগিয়ে ১৬২।
বাংলাদেশ ফুটবলের এই অগ্রগতি দলটির ভবিষ্যৎ উন্নয়নে আশাবাদী করে তুলেছে।