কোপা আমেরিকা ও ইউরো থাকায় তিন মাস পর র্যাংকিং প্রকাশ করলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণক সংস্থা ফিফা। ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ভালো খেলতে না পারার পরিনতি হিসিবে র্যাংকিংয়ে চার ধাপ পিছিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বর্তমানে র্যাংকিংয়ে লাল-সবুজের অবস্থান ১৮৮ নাম্বারে। আগের ৯১৭ রেটিং পয়েন্ট থেকে ৮ রেটিং পয়েন্ট কমে বাংলাদেশের বর্তমান রেটিং ৯০৯।
সর্বশেষ র্যাংকিং প্রকাশ হয়েছিলো ২৭ মে। তারপর কাতারে বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচে ১ ড্রয়ের বিপরীতে ২ হারের ফলে র্যাংকিংয়ে এই অবনমন জামাল ভুইঁয়াদের।